বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারী ২০২৩ - ১৩:০১
ইমাম মুসা কাজিম (আ.)-এর দৃষ্টিতে হারাম সম্পত্তি

হাওজা / ইমাম মুসা কাজিম (আ.) একটি রেওয়ায়েতে হারাম সম্পত্তির লক্ষণ বর্ণনা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম কাদিম (আ.) বলেন:

إنَّ الحَرامَ لايُنمى و إن نُمِىَ لايُبارَكُ فيهِ

হারাম সম্পদ বাড়ে না, বাড়লেও বরকত হয় না।

(আল-কাফী, খণ্ড ৫, পৃ. ১২৫)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha